দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
খনি কর্তৃপক্ষ জানায়,সোমবার (২৩ জুন) ১৩০৫ নম্বর ধাপে কয়লা উত্তোলন শেষ হওয়ায় দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আশা করা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন করে কয়লা উত্তোলন শুরু হবে।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, ১৩০৫ নম্বর ধাপ থেকে কয়লা উত্তোলন শেষ হওয়ার পর নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগস্টে নতুনভাবে উত্তোলন শুরু হবে।
তিনি আরও জানান, ১৩০৫ নম্বর ফেইজ থেকে ২৩ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন শুরু হয় এবং সেখানে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলিত হয়েছে। নতুন ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে কেন্দ্রের কর্মকর্তারা জানান,কয়লা উত্তোলন বন্ধ থাকার পরও তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনও ধরনের ব্যাঘাত ঘটবে না।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমানে কোল ইয়ার্ডে ৫ লাখ টনের মতো কয়লা মজুত রয়েছে, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। বর্তমানে ২ নম্বর ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এছাড়া বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, নতুন ধাপে উত্তোলন কার্যক্রম শুরুর জন্য কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।
এসকে//