ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় চারজন নিহত হওয়ার পর আজ থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবের নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি, যা আল-জাজিরা নিউজ জানায়। হামলা ঘটেছে তেহরানের ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশে।
অন্যদিকে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন মারা গেছেন এবং আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ইসরায়েল জুড়ে বেশ কয়েক দফায় সাইরেন বেজেছে এবং চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছিল। তবে যুদ্ধবিরতি ঘোষণার ফলে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্তিপূর্ণ হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, তবে এখন সবাইকে সতর্ক থাকতেও বলা হয়েছে’।
গত ১৩ জুন থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুই দেশের শীর্ষ পর্যায়ের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কমান্ডার নিহত হন। কিন্তু এখন থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার আশা করা হচ্ছে।
এসি//