আবহাওয়া

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বজ্রসহ বৃষ্টির সাথে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

মঙ্গলবার (২৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আবহাওয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

তিনি জানান, বুধবার (২৫ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকাতেই বজ্রসহ বৃষ্টি হতে পারে।  একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর আরও জানায়, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।  বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।  খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এছাড়া অন্যান্য বিভাগেও মাঝারি বৃষ্টির প্রবণতা থাকতে পারে। 

এদিকে আগামী শুক্রবার (২৭ জুন) পর্যন্ত সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে।  তবে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।  শনিবার (২৮ জুন) পর্যন্ত একই ধরনের আবহাওয়া চলতে পারে এবং দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির প্রবণতা থাকতে পারে। 

এছাড়া বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচদিন ধরে অব্যাহত থাকতে পারে এবং দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া অধিদপ্তর #ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা