ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার আগে মিসাইল উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে মরুভূমি থেকে একাধিক মিসাইল ছোড়ার দৃশ্য দেখা যায়। পরে এসব ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়।
হামলার লক্ষ্য ছিল কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি। সেখানে মার্কিন বাহিনীর সেনারা অবস্থান করছে। তবে কাতার সরকার ও মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে সব মিসাইল প্রতিহত করা হয়েছে। কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
ইরান এই হামলাকে প্রতীকী প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। হামলার আগে যুক্তরাষ্ট্র ও কাতারকে সতর্ক করে বার্তাও পাঠিয়েছিলো ইরান ।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে “দুর্বল প্রতিশোধ” বলে মন্তব্য করে বলেন, “IT’S TIME FOR PEACE!”