আন্তর্জাতিক

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেবে না জাপান ও দক্ষিণ কোরিয়ার সরকার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে মার্কিন হামলার পর নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যোগ দেবে না জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগুয়েরু ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও এ সম্মেলনে যোগদান থেকে বিরত থাকে। অ ন্যাটোভুক্ত দেশ হিসেবে এ চার দেশ এবারের সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলো।

মঙ্গলবার (২৪ জুন) দুই দেশের সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি  কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট লি থাকছেন না।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, "বিভিন্ন পরিস্থিতি" এর কারনে শেষ মুহুর্তে  ইশিবা শিগুয়েরু হেগ সফর বাতিল করেছেন।

এর আগে , অস্টেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনী এলবানিজ ন্যাটো সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়েছিলেন।

 

তবে এ চার দেশের নেতারা সম্মেলনে তাদের প্রতিনিধি পাঠাবেন বলে জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #ন্যাটো