আন্তর্জাতিক

ইরানের হামলায় কাতারের আকাশসীমায় আটকা লেবাননের প্রধানমন্ত্রী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গেল সোমবার (২৩ জুন) কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল–উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর ওই হামলার পর কাতার, কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় কাতার। 

এই পরিস্থিতির মাঝে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম কাতার সফরে যাচ্ছিলেন এবং তার বিমানটি তখন আকাশে ছিল। হামলার ঘটনায় তিনি চরম অনিশ্চয়তায় পড়ে বিবিসিকে জানান দেশটির সরকারের একজন উপদেষ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের ওই উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী এখন বাহরাইনে অবস্থান করছেন।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরে জানায়, আকাশপথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। কুয়েত ও বাহরাইনও তাদের আকাশসীমা পুনরায় খুলে দেয়।

এছাড়া দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ক্ষেপণাস্ত্র হামলা