উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদার মবকাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআরএসপি প্রজেক্টের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, ‘উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদার মবকাণ্ডে একজন অ্যারেস্ট আছে। আমরা একটা মামলাও নিচ্ছি। আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না। অনেক মামলাও নিয়েছি। মব জাস্টিসের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি’।
তিনি বলেন, মব জাস্টিসের এক-দুটি ঘটনায় পুলিশ অফিসারদের কর্তব্যে অবহেলার কারণে তাদের বরখাস্ত ও শাস্তি দেয়া হয়েছে। তিন-মাস চার মাস আগে যে পরিমাণ মব জাস্টিস ছিল এখন সে পরিমাণ নেই।
তিনি আরও বলেন, যে বাড়িতে আসামি আছে সেই বাড়িতে রাতে হানা দেয়া, দরজা ভাঙা বা কিছু করা এ ধরনের ঘটনা অ্যালাউ করা হচ্ছে না। এ কারণে সম্প্রতি এ ধরনের ঘটনা কমে গেছে। কেউ যেন কোনও অপরাধীকে ধরার জন্য না যায়।
আই/এ