আর্কাইভ থেকে ক্রিকেট

হাফিজকে টপকে পাকিস্তানের সর্বোচ্চ রান বাবরের

হাফিজকে টপকে পাকিস্তানের সর্বোচ্চ রান বাবরের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরটি বাবর আজমের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত ছুটে চলে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে টপকে হলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। 

শনিবার (২০ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র এক রান করে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এই একরানই তাকে হাফিজকে টপকে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসায়। 

এতদিন ২ হাজার ৫১৪ রান করে হাফিজই ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বকাপে খেললেও তরুণদের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেন মিস্টার প্রফেসর। বাবরের বর্তমান রান এখন ২৫১৫। পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান আরেক অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকের। মালিকের মোট রান ২৪২৩।

বাবরের মাইলফলকের ম্যাচে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন হাফিজকে | টপকে | পাকিস্তানের | সর্বোচ্চ | রান | বাবরের