আর্কাইভ থেকে ফুটবল

এবার ডিকশনারিতে যুক্ত হলো ‘পেলে’

এবার ডিকশনারিতে যুক্ত হলো ‘পেলে’
ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। কতশত রেকর্ড হয়েছে অতীতে, সেগুলো আজ প্রতিনিয়ত ভাঙছে। একালের ফুটবলাররা ছাড়িয়ে যাচ্ছেন সেকালের তারকাদের। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে একটা জায়গায় কেউ এখনও ছাড়িয়ে যেতে পারেননি। একমাত্র খেলোয়াড় হিসেবে তিন বার বিশ্বকাপ জেতার কীর্তিটা এখনও তার দখলেই। এবার ডিকশনারিতে যুক্ত হলো ‘পেলে’ শব্দটি। সম্প্রতি ডিকশনারিতে ইংরেজি ইউনিক বা অনন্য শব্দটির সমার্থক শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হলো ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের নাম। পেলের মৃত্যুর পর থেকে তাকে নানাভাবে সম্মান জানিয়েছে ফুটবল বিশ্ব। এবার ডিকশনারিতে যুক্ত হলো ‘পেলে’ শব্দটি। ডিকশনারিতে ইংরেজি ইউনিক বা অনন্য শব্দটির সমার্থক শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হলো ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের নাম। ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার মাইকেলিস ডিকশনারির অনলাইন ভার্সনে পেলে শব্দটিকে নতুন বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলে ফাউন্ডেশন পেলের নামটি ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে প্রচারণা চালায়। সংস্থাটি এ প্রচারণায় ১ লাখ ২৫ হাজারের বেশি পেলে সমর্থকদের স্বাক্ষর সংগ্রহ করে। উল্লেখ্য, গেলো বছরের ২৯ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমান অনন্তলোকে। পেলে তার পেশাদার ক্যারিয়ারে রেকর্ড ১৩৬৬ ম্যাচে ১২৮১ গোল করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | ডিকশনারিতে | যুক্ত | হলো | পেলে