আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপের আগ পর্যন্ত নাসুম-তাইজুলকে নিয়ে চলবে ‘এক্সপেরিমেন্ট’

বিশ্বকাপের আগ পর্যন্ত নাসুম-তাইজুলকে নিয়ে চলবে ‘এক্সপেরিমেন্ট’
দলে সাকিব আল হাসান থাকায় দুজন বাঁহাতি স্পিনারকে একসঙ্গে রাখার সুযোগ নেই বললেই চলে। তাই তো তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ দুজনই ভালো খেললেও ওয়ানডে দলে কারও জায়গা পাকা নয়। বিশ্বকাপ দলে সাকিবের সঙ্গে বাঁহাতি স্পিনে তাইজুল ও নাসুমের মধ্যে যে কোন একজনের থাকার সম্ভাবনা। এই দুজনের মধ্যে কে হতে পারেন দলের জন্য সবচেয়ে বেশি সহায়ক, সেই উত্তর খুঁজছে বোর্ড। সেই উত্তর খুঁজতে গিয়ে তাইজুল ও নাসুমকে বারবার অদলবদল করে খেলা হচ্ছে। আর বিশ্বকাপের আগে থামছে না এই ‘এক্সপেরিমেন্ট’। এমনটাই জানালেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটের মাটিতে তিন দিনের ক্যাম্পের শেষ দিনে শনিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে নাসুম-তাইজুলকে নিয়ে হাথুরু বলেন, ‘আমরা আলোচনা করেছি, সে অনুসারে স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। বিশ্বকাপের আগপর্যন্ত এমনটা চলতে থাকবে।’ এভাবে অদলবদল হওয়ার কারণে তাদের ভেতর কোনো প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘ফেলবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব ফেলবে না। যদি প্রভাব পড়ে, তাহলে সেটি তাদের পারফরম্যান্সেও এফেক্ট করবে। ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।’    

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপের | আগ | পর্যন্ত | নাসুমতাইজুলকে | নিয়ে | চলবে | এক্সপেরিমেন্ট