আর্কাইভ থেকে বিনোদন

‘পাঠান’ ছবির মুক্তি পেছাতে সংবাদ সম্মেলনের ডাক

‘পাঠান’ ছবির মুক্তি পেছাতে সংবাদ সম্মেলনের ডাক
বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘পাঠানআগামী ৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্ত সিনেমাটির মুক্তি পেছাতে সংবাদ সম্মেলন ডেকেছে ঈদে মুক্তি পাওয়া ৮ সিনেমার পরিচালক-প্রযোজকরা। রোববার (৩০ এপ্রিল) বিকেল ৫ টায় রাজধানীর মগবাজারের একটি রেস্তরাঁয় অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদে মুক্তি পাওয়া ‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন। এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি দেয়া হলে ক্ষতির মুখে পরবে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজকরা। তাই ‘পাঠান’-এর মুক্তি পেছানোর আহ্বান জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান সাইফ চন্দন। ঈদ উপলক্ষে দেশে যে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো হলো- ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘শত্রু’, ‘পাপ’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’। এই সবগুলো সিনেমাই প্রেক্ষাগৃহে ভালো চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে গেলো ১১ এপ্রিল পাঁচটি শর্তে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে উপমহাদেশীয় ভাষায় নির্মিত সিনেমা আমদানির অনুমতি দেয় সরকার। ওইদিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরপর গেলো ১৬ এপ্রিল ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বলিউডের আলোচিত এই সিনেমাটি। সেসময় সিনেমাটির আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন বলেন, ‘‘যেহেতু মন্ত্রণালয় অনুমতি দিয়েছে আর কোনো বাধা নেই, আগামী ৫ মে আমাদের দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাবে।’’

এ সম্পর্কিত আরও পড়ুন পাঠান | ছবির | মুক্তি | পেছাতে | সংবাদ | সম্মেলনের | ডাক