আর্কাইভ থেকে বাংলাদেশ

২৭ মার্চ থেকে ভারতের চার রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু

২৭ মার্চ থেকে ভারতের চার রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু

ভারতের তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম রাজ্য এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৭ মার্চ থেকে। কয়েক দফায় ভোট হবে। দুই মে ফলাফল ঘোষণা করা হবে। শুক্রবার এসব তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

ভারতের সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভি জানায়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেছেন, পশ্চিমবঙ্গে বিধান সভার ভোট হবে মোট আট দফায়। রাজ্যটিতে ২৭ মার্চ শুরু হয়ে ভোট শেষ হবে ২৯ এপ্রিল।

এদিকে তামিলনাড়ু, কেরালা, এবং পুদুচেরিতে ভোট হবে ছয় এপ্রিল। আর আসামে ২৭ মার্চ, এক ও ছয় এপ্রিল এই তিন দফায় ভোট হবে।

বিহার নির্বাচনের পরে করোনা মহামারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত বড় একটি নির্বাচন হতে যাচ্ছে এটি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা আরো জানিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে ১৮ কোটির বেশি ভোটার রয়েছে।নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের করোনা ভ্যাকসিন দেওয়ার পর কাজে নামানো হবে বলেও জানান তিনি।

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে, তামিলনাড়ুতে ২৩৪, কেরালায় ১৪০, আসামে ১২৬ এবং পুদুচেরিতে ৩০ আসনে ভোটগ্রহণ হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ২৭ | মার্চ | ভারতের | চার | রাজ্যে | বিধানসভা | নির্বাচন | শুরু