ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আন্দোলনরত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এক সংক্ষিপ্ত ব্রিফিং শেষে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে প্রায় পাঁচ ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
দিনভর বিভিন্ন স্থানে অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়। দুপুর ১২টা থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড়, মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন। দুপুর ১টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাও সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন।
দুপুর ৩টার পর তাঁতিবাজার, টেকনিক্যাল ও আমতলীর অবরোধ তুলে নেওয়া হলেও শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান বজায় রেখে দ্রুত অধ্যাদেশ জারির দাবি জানাতে থাকেন।
সন্ধ্যার ব্রিফিংয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি নাঈম হাওলাদার বলেন, জানুয়ারির শুরুতে সরকারের সঙ্গে আলোচনায় বসে ১৫ জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারির আশ্বাস পাওয়া গিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো অগ্রগতি না থাকায় তারা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
তিনি জানান, সরকার থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে এবং বৃহস্পতিবার সায়েন্স ল্যাব, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড়ে পুনরায় অবরোধ দেওয়া হবে।
এর আগে সাত কলেজের একাংশ শিক্ষার্থী গেল ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জানুয়ারির শুরুতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন’ জারির দাবি জানিয়েছিল।
এমএ//