ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি বলেন, শত্রুপক্ষের জন্য ইরানের কাছে রয়েছে ‘অসংখ্য চমক’।
বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে নাসিরজাদে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তবে ইরান পূর্ণ শক্তি দিয়ে তা প্রতিহত করবে। এই প্রতিরোধ শত্রুদের জন্য হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক।
তিনি আরও সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলায় যারা সহযোগিতা করবে, তাদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।
এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে সামরিক হস্তক্ষেপের হুমকি জোরালো হচ্ছে এবং দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংস অস্থিরতায় উত্তেজনা বাড়ছে।
নাসিরজাদে জানান, ২০২৩ সালের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা ইতোমধ্যে পুষিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের সামরিক উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
এমএ//