ইরানে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে আমেরিকার কঠোর অবস্থানে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘ইরানে এত মানুষকে হত্যা করা হয়েছে। তার পরিবর্তন দরকার।’
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে তেহরানের ওপর আগে থেকেই ক্ষুব্ধ কিয়েভ।
বিশ্লেষকরা মনে করছেন, জেলেনস্কি ইরানের ‘পরিবর্তন’ চাওয়ার পেছনে বড় কারণ হলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে ইরানি ড্রোন ও মিসাইলের ব্যবহার। তেহরানে বর্তমান শাসনের পতন বা পরিবর্তন ঘটলে রাশিয়ার যুদ্ধ সক্ষমতা বড় ধরনের হোঁচট খাবে।
এসএইচ//