আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের জয়ের দিনে বাবরের রেকর্ড ভাঙ্গলেন ফখর

পাকিস্তানের জয়ের দিনে বাবরের রেকর্ড ভাঙ্গলেন ফখর
কি দারুণ একটা ইনিংস উপহার দিকেব ফখরজামান। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৬ রান টপকাতে একাই করলেন  ১৮০ রান। বিশাল এই  ইনিংস খেলার পথে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডও ভেঙেছেন এই ওপেনার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন ফখরের। শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। তবে বড় টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন ১৪৪ বলে ১৮০ রানের ইনিংস খেলা ফখর। পাকিস্তানও ম্যাচটা জিতেছে ৭ উইকেটের ব্যবধানে, ১০ বল হাতে রেখেই। ম্যাচ হারার কারণে বৃথা যায় নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেলের ১২৯ রানের ইনিংস। পাকিস্তানের এমন জয়ের দিনে বাবরকে ছাড়িয়ে গেলেন ফকর। ৬৭ ইনিংস খেলে ৩০০০ রানে পৌঁছে গেলেন ফখর। বাবর ৩০০০ রান করেছিলেন ৬৮ ইনিংসে।  ফখর যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায় দ্বিতীয় স্থানে। ফখরের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ। দ্রুততম ৩০০০ রানের রেকর্ড নিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা ধরাছোঁয়ার বাইরে বলা যায়! আমলা ব্যাটসম্যানের ৩০০০ রান করতে লেগেছিল মাত্র ৫৭ ইনিংস। ৬৯ ইনিংসে ৩০০০ রান করে পঞ্চম স্থানে ভিভ রিচার্ডস। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ চার ইনিংসের তিনটির মালিকই এখন ফখর। ওয়ানডেতে পাকিস্তানের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান তিনি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ফখর।    

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | জয়ের | দিনে | বাবরের | রেকর্ড | ভাঙ্গলেন | ফখর