আর্কাইভ থেকে ঢালিউড

'বন্ধুতা'র মধ্য দিয়ে ভাইনাল রেকর্ডের নতুন যাত্রা

'বন্ধুতা'র মধ্য দিয়ে ভাইনাল রেকর্ডের নতুন যাত্রা
বাংলাদেশে প্রথমবারের মতো পালন করা হয় ‘রেকর্ড স্টোর ডে’। আরটিভি মিউজিকের হাত ধরে হারিয়ে যাওয়া ভাইনাল রেকর্ড ফিরে এলো। সংস্থাটির উদ্যোগে প্রকাশিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীনের দশটি গানের ভাইনাল রেকর্ড 'বন্ধুতা'। শনিবার (২৯ এপ্রিল) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই মোড়ক উম্মোচন করা হয়। এদিনই আরটিভি মিউজিক প্রকাশ করলো সঙ্গীতশিল্পী মেহরীনের ভাইনাল রেকর্ড 'বন্ধুতা'। এ সময় মেহরীন নিজের প্রথম রেকর্ড থেকে গান গেয়ে শোনান। এই রেকর্ডে প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গাইলেন তিনি। 'বন্ধুতা'র মধ্য দিয়ে আরও একটি নতুন যুগের শুরু হলো বলে অনেকে মত দেন। রাজধানীতে এর প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঙ্গীত জগতের অনেকে। তারা এসেছিলেন একটি ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতাঙ্গনের গুণী ব্যক্তিত্বরা বলেছেন, এটি ঐতিহাসিক একটি দিন। আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, যারা যুগের পর যুগ গান সংরক্ষণ করে রাখতে চায়, তাদের আকাঙ্খা পূরণ করবে ভাইনাল রেকর্ড। অনুষ্ঠানে ভাইনাল রেকর্ডের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, পঞ্চাশের দশকে যখন ভাইনাল রেকর্ড প্রথম আসে, তখন এটি শুধু অভিজাত বাড়িগুলোতেই ছিলো। পরবর্তীতে যে বাড়িতে কলের গান ছিলো সেখানে যেয়ে গান শুনতাম আমরা। সত্তরের দশকে আমাদের বাড়িতে যখন কলের গান নেয়া হলো, সে সময় এটি একটি বিশাল ব্যাপার ছিলো। প্রসঙ্গত, অনুষ্ঠানে বক্তারা ভাইনাল রেকর্ডের পুনরুজ্জীবনে উচ্ছাস প্রকাশ করেন। কৃতজ্ঞতা জানায় আরটিভি মিউজিকের। হারিয়ে যাওয়া ভাইনাল রেকর্ড নতুন ভাবে ফিরিয়ে আনলো, আরটিভি মিউজিক। 'বন্ধুতা'র মধ্য দিয়ে শুরু হলো ভাইনাল রেকর্ডের নতুন যাত্রা।      

এ সম্পর্কিত আরও পড়ুন বন্ধুতার | মধ্য | দিয়ে | ভাইনাল | রেকর্ডের | নতুন | যাত্রা