আর্কাইভ থেকে ফুটবল

রেকর্ড গড়লেন হলান্ড, গার্ড অব অনার দিলো সিটি

রেকর্ড গড়লেন হলান্ড, গার্ড অব অনার দিলো সিটি
আর্লিং হলান্ড মাঠে নামলেই যেন রেকর্ড বই নিয়ে বসতে হয়! ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এবার এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়লেন তিনি। তাতে পেছনে পড়ল ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড। এই জয়ে ২২ বছর বয়সী নরওয়েজীয় তারকাকে গার্ড অব অনার দিয়েছে সিটি। ওয়েস্ট হামের বিপক্ষে সিটির ৩-১ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন হলান্ড। যা এবারের প্রিমিয়ার লিগে তার ৩৫তম গোল। এবারের আসরে বেশিরভাগ ম্যাচেই সিটির প্রথম গোল এসেছে হলান্ডের পা থেকে। আর লিগ শেষে গোলের রেকর্ড কোন উচ্চতায় তুলবেন, তা অনুমানও রোমাঞ্চকর। লিগে এটি হলান্ডের ৩১তম ম্যাচ। ম্যানচেস্টার সিটির হাতে আছে আরও ৫ ম্যাচ। রেকর্ডটি আরও উঁচুতে তুলতে হলান্ড সময় পাচ্ছেন বৈকি। এমন এক দারুণ অর্জনের স্বীকৃতি হিসেবে মাঠ ছেড়ে যাওয়ার সময় গার্ড অব অনার পান হলান্ড। কোচ পেপ গার্দিওলাসহ কোচিং স্টাফের সব সদস্য ও খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে হলান্ডকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন রেকর্ড | গড়লেন | হলান্ড | গার্ড | অব | অনার | দিলো | সিটি