আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ শিক্ষক নিহত

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ শিক্ষক নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গুলিবিদ্ধ হয়ে সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) জেলার সদর হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটির সংবাদমাধ্যম ডনকে কুররাম জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, প্রথম গুলি চালানোর ঘটনাটি কুররাম জেলার শালোজান সড়কে এবং দ্বিতীয়টি তেরি মেঙ্গল স্কুল এলাকায় ঘটেছে। ওই এলাকা থেকে ডন ডটকমের একজন প্রতিনিধি বলেছেন, প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব শালোজান সড়ক থেকে ছয় কিলোমিটার। পাকিস্তানে ইদানীং সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে সরকারের সঙ্গে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) যুদ্ধবিরতির মেয়াদ গত নভেম্বরে শেষ হওয়ার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। এক প্রতিবেদনের বরাতে ডন জানায়, এ বছরের জানুয়ারিতে পাকিস্তানজুড়ে ৪৪টি সন্ত্রাসী হামলায় ১৩৪ জনের প্রাণহানি হয়। ২০১৮ সালের পর এটিই সর্বোচ্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | বন্দুকধারীর | গুলিতে | ৭ | শিক্ষক | নিহত