আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পুতিনের বাসভবনে হামলা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

পুতিনের বাসভবনে হামলা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র কোনোভাবেই দায়ী নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন কিরবি। বৃহস্পতিবার (৪ মে) মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনসিবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে যে অভিযোগ করেছেন, তা ‘পুরোপুরি মিথ্যে’ বলেও দাবি করেছেন বাইডেন প্রশাসনের অন্যতম শীর্ষ এ কর্মকর্তা। জন কিরবি বলেন, রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার সঙ্গে আমাদের কোনো প্রকারের সংশ্লিষ্টতা নেই। পেসকভ যে অভিযোগ এনেছেন, তার কোনো ভিত্তি নেই। আরও স্পষ্টভাবে যদি বলতে হয়, সে ক্ষেত্রে আমি বলব— পেসকভের অভিযোগ পুরোপুরি মিথ্যে। হামলার পর পরই ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রেমলিন লক্ষ্য করে হামলায় দুটি ড্রোন ব্যবহৃত হয়েছিল। দুটিকেই ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্টের বাসভবনের কোনো ক্ষতি হয়নি। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সন্নিকটবর্তী এ ভবনেই থাকেন ভ্লাদিমির পুতিন। বুধবার দিবাগত রাতে গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে দুটি বিস্ফোরকভর্তি ড্রোন আঘাত হানে। এই হামলার পর পরই এ জন্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু রাশিয়ার বৈরী এ দুটি দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।      

এ সম্পর্কিত আরও পড়ুন পুতিনের | বাসভবনে | হামলা | নিয়ে | বললো | যুক্তরাষ্ট্র