আর্কাইভ থেকে ক্রিকেট

এবার বাংলাদেশ বানান ভুল লিখল বিসিবি!

এবার বাংলাদেশ বানান ভুল লিখল বিসিবি!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন ভুলের প্রতিযোগিতা শুরু করেছে। এবার দেশের নামই ভুল করল বিসিবি। খেলোয়াড়দের তালিকায় 'Bamgladesh’ লিখেছে বিসিবি।  বিসিবির একের পর এক ভুল দেশের পাশাপাশি দেশের বাইরেও সমালোচিত হচ্ছে।

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে, সেখানে এ ভুলটি করেছে বিসিবি। 

ওই তালিকায় স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের। ‍ 

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে বিসিবি, সেখানে বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’ এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’।

এই বিষয়ে বিসিবির বক্তব্য জানতে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি। যে ক্রিকেটারের তালিকা সরবরাহ করেছে বিসিবি, সেটি শুধু দেশেই সীমাবদ্ধ নেই। একই তালিকা গেছে পাকিস্তানের সংবাদমাধ্যমেও। 

এর আগে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম টেস্টের টিকিট বিক্রি শুরু হয়। যেখানে ম্যাচের সময়ের জায়গায় ১০ এএম এর পরিবর্তে লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। এএম আর পিএমে তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করে বিসিবি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | বাংলাদেশ | বানান | ভুল | লিখল | বিসিবি