ইতালিয় লিগটিতে মিলান-তুরিনের মতো এলিট শহরের ক্লাবদের দাপটে কোণঠাসায় থাকা নাপোলিকে সেই আশির দশকে বিশ্বকে চিনিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা নামের এক রূপকথার নায়ক। অবিশ্বাস্য পারফরম্যান্সে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে। তারপর কেটে গেছে ৩৩ বছর। এরপর কত কিছু হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সৃষ্টি হয়েছে, করোনা পৃথিবীকে থমকে দিয়েছে, ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে, ফুটবলের রাজা পেলে গতো হয়েছেন, এমনকি ম্যারাডোনাও চলে গেছেন পৃথিবী ছেড়ে। কেবল নাপোলির আরেকটি শিরোপা জেতা হয়নি। বৃহস্পতিবার নেপলসবাসীর সেই অপেক্ষা ঘুচেছে। কিন্তু আতশবাজির আলোয় উদ্ভাসিত নেপলসের রাতের আকাশে দিনের আলো ফুটতে না ফুটতেই শোকের খবর ভেসে আসছে।Read more 📍https://t.co/q2PrNb0f7Q
— Sky Sports News (@SkySportsNews) May 4, 2023