আর্কাইভ থেকে ফুটবল

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করলেন সোহাগ

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করলেন সোহাগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা)। সোহাগ তাঁর বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন। সোহাগের পক্ষ থেকে তার আইনজীবী এই আপিল করেছেন। এ জন্য মোটা অঙ্কের কোর্ট ফিও দিতে হয়েছে সোহাগকে। বাফুফে সাবেক এই সাধারণ সম্পাদকের আইনজীবী জানিয়েছে, নিয়মানুযায়ী এটির শুনানি হবে। এর আগে ১৪ এপ্রিল আর্থিক অনিয়ম ও অসঙ্গতির কারণে গত আবু নাঈম সোহাগকে ফিফা থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে ৫০ পাতার একটি প্রতিবেদনও দেয় ফিফা। সেখানে মোটাদাগে চার ধারার অধীনে মোট ৩০৬টি পয়েন্টে অভিযোগের বর্ণনা দিয়ে সত্যতার প্রমাণের কথা বলা হয়।    

এ সম্পর্কিত আরও পড়ুন আন্তর্জাতিক | ক্রীড়া | আদালতে | আপিল | সোহাগ