আর্কাইভ থেকে অপরাধ

স্কুল ব্যাগের আড়ালে সরবারহ হতো ইয়াবা

স্কুল ব্যাগের আড়ালে সরবারহ হতো ইয়াবা
রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাইফুল ইসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্কুল ব্যাগের আড়ালে ইয়াবা সরবরাহ করছিলেন। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারী পরিচালক মো. মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত চালানো অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। একটি বস্তায় করে আসা ৫০টি স্কুলব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ইয়াবাগুলো। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে স্কুল ব্যাগের আড়ালে এসব ইয়াবা আনা হয়। মেহেদী হাসান আরও বলেন, বস্তার ভেতর ব্যাগের মাঝখানে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বচ্ছ পলিথিনের বড় প্যাকেটের মধ্যে ২৫০টি নীল রংয়ের জিপার, প্রতি প্যাকেটের ভেতর ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যাহার ওজন ৫ হাজার গ্রাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ইয়াবা ট্যাবলেট তার বলে স্বীকার করেছে। ওই মালামাল দেশে দক্ষিণ অঞ্চলে মাদকের ডিলারদের সরবরাহ করা হয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেব। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও ফরিদপুর অফিস কর্তৃক মাদকের মামলা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন স্কুল | ব্যাগের | আড়ালে | সরবারহ | হতো | ইয়াবা