আর্কাইভ থেকে ফুটবল

রিয়ালে এটাই হয়তো আমার শেষ ফাইনাল: আনচেলত্তির

রিয়ালে এটাই হয়তো আমার শেষ ফাইনাল: আনচেলত্তির
ব্রাজিলের আগ্রহে থাকা কার্লো আনচেলত্তি কথা শুনে ব্রাজিলের সমর্থকদের খুশি হবার কথা। আজ শনিবার রাতে কোপা দেল রে ফাইনালের আগে ইতালিয়ান কোচ বললেন এটাই হয়তো তাঁর শেষ ফাইনাল। তাহলে কি ব্রাজিলে আসছেন আনচেলত্তি? না, রিয়াল ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক কোনো কথা বলেননি কার্লো। এটি তাঁর একান্ত ব্যক্তিগত ভাবনা। যেকোনো ফাইনালের আগেই নাকি এই ইতালিয়ানের এমন মনে হয়—এটাই বুঝি শেষ তাঁর ফাইনাল! ৪টি চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ বলেন, ‘ফাইনালে খেলা সব সময়ই রোমাঞ্চকর। যেকোনো ফাইনালের আগেই ভাবনাটা আসে এবং সেটা একান্তই ব্যক্তিগত, এটাই হয়তো আমার শেষ ফাইনাল। ২০০৩ সালেও এমন ভেবেছি। কিন্তু তখন সেটা শেষ ছিল না। আজকের আগেও তেমন ভাবছি, এটাই হতে পারে শেষ (ফাইনাল)। তাই ম্যাচটা উপভোগ করতে হবে। খেলোয়াড়দেরও বলেছি, উপভোগ করো, কারণ এগুলো বিশেষ ম্যাচ।’ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল ৬৩ বছর বয়সী এই ইতালিয়ানের হাত ধরেই ২০১৪ সালে নিজেদের সর্বশেষ কোপা দেল রে ট্রফি জিতেছে রিয়াল। ফাইনালে হারিয়েছিল বার্সেলোনাকে।  

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়ালে | এটাই | হয়তো | আমার | শেষ | ফাইনাল | আনচেলত্তির