আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক তার বাবা-মা। নিহত যুবক আশরাফুল আলম (৩৩) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের ওমর ফারুকের ছেলে। টঙ্গীতে বসবাস করতেন আশরাফুল। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওমর ফারুক স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যানটাক্স পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। তার ছেলে আশরাফুল আলম টঙ্গী এলাকায় থাকতেন। তিনি আরও জানান, আশরাফুল নেশাগ্রস্ত ছিলেন। টঙ্গী থেকে প্রায়ই বাঘের বাজারে বাবা-মার কাছে এসে টাকা চাইতেন আশরাফুল। টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার বাঘের বাজারে বাবার ভাড়া বাসায় যান আশরাফুল। এসময় টাকার জন্য তার মাকে মারধর করেন। শনিবার সকাল থেকে তাদের ঘর তালা দেয়া ছিল। সন্ধ্যা হলেও তারা না আসায় আশেপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ও জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থল থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ তার বাবা-মা। এ ঘটনায় জড়িত থাকতে পারেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘর | যুবকের | গলাকাটা | মরদেহ | উদ্ধার