আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকার ৮০ ভাগ বাস মালিক গরিব : এনায়েত উল্লাহ

ঢাকার ৮০ ভাগ বাস মালিক গরিব : এনায়েত উল্লাহ

ঢাকা শহরের  ৮০ শতাংশের মতো বাস মালিক গরিব। তারা যদি হাফ ভাড়া নেয় সরকার কীভাবে তাদের এ ক্ষতি পোষাবে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আগে অনেকগুলো বিষয়ে সমাধান করতে হবে। তবে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। বললেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

আজ শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।

এনায়ে উল্লাহ বলেন, বিআরটিএ-কে আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেয়া হয়েছে। হাফ ভাড়া নিলে মালিকদের যে ক্ষতি হবে, তা সরকার কীভাবে পূরণ করবে, সেই সিদ্ধান্ত নিতে হবে। সবার সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি। সেগুলোর সমাধানের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, বাসে উঠে সবাই বলবে আমরা ছাত্র। অনেকে এ সুবিধা নেয়ার জন্য নতুন করে আইডি কার্ড বানিয়ে নেবে। সরকার এটার সমাধান কীভাবে করবে সেটাও দেখতে হবে। সবগুলো বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, ২৫ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় আজ এ বৈঠক হলো। পরিবহন মালিক-শ্রমিকরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। ঢাকা শহরে কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত শিক্ষার্থী, ইত্যাদি তথ্য তারা চেয়েছেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে। এটি নতুন প্রস্তাব। টাস্কফোর্স গঠনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকার | ৮০ | ভাগ | বাস | মালিক | গরিব | | এনায়েত | উল্লাহ