আর্কাইভ থেকে জাতীয়

১ ডিসেম্বর থেকে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না: তাপস

১ ডিসেম্বর থেকে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না: তাপস

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

দুপুরে নগরভবনে আয়োজিত বাস রেশনালাইজেশন কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান, ডিএনসিসির মেয়র। 

তিনি বলেন, সেদিন থেকে ফিটনেসবিহীন বাস জব্দ করে সেগুলো ধ্বংস করা হবে। 

একই অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, আগামি  ২৬ ডিসেম্বর থেকে ঢাকা নগর পরিবহন নামে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন রুটে বাস চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার দিয়ে এ রুটে চলাচল শুরু হবে; পর্যায়ক্রমে সংযোজন করা হবে মোট ১০০টি বাস।

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | ডিসেম্বর | ফিটনেসবিহীন | বাস | চলতে | দেওয়া | হবে | তাপস