আর্কাইভ থেকে বাংলাদেশ

তাইজুলের বাঁহাতি স্পিনে প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে বাংলাদেশ

তাইজুলের বাঁহাতি স্পিনে প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৪ রান এগিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের ৪ উইকেটের পতন হয়। বিরতির পর বেলা ৩টার মধ্যে সব উইকেট হারিয়ে বাবর বাহিনীর সংগ্রহ ২৮৬ রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ৩৩০ রান।

আজ তৃতীয় দিনে পাকিস্তানের সাত উইকেটই বাঁহাতি স্পিনার তাইজুলের ইসলামের শিকার। পেসার এবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুই দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩০ রান। খোয়াতে হয়েছিল সব উইকেট। শুধু তাই নয় দ্বিতীয় দিনে পাকিস্তানের কোন উইকেটের দেখাও পায়নি মুমিনুলরা।

তবে তৃতীয় দিনের সকালে স্নিন্ধতা ছড়ালেন তাইজুল ইসলান, মেহেদী হাসান মিরাজ। দুই বোলার তুলে নিয়েছেন পাকিস্তানের ৪ উইকেট।

তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে পাকিস্তান। তৃতীয় দিনের প্রথম সেশনেও তেমন সুবিধার করতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে আবিদ আলি হাঁকিয়েছেন সেঞ্চুরি, ফিফটি করেছেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। আর কেউই পঞ্চাশের দেখা পাননি।

এ সম্পর্কিত আরও পড়ুন তাইজুলের | বাঁহাতি | স্পিনে | প্রথম | ইনিংসে | ৪৪ | রানে | এগিয়ে | বাংলাদেশ