খেলাধুলা

ইংল্যান্ডকে অল্পতে থামিয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হেথার নাইট। তবে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্যাটিংটা মনমতো হয়নি। বাংলাদেশি বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে ইংলিশরা। 

বাংলাদেশের বোলাররা শারজাতে দারুণ পারফর্ম করলেন। বল হাতে ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি। একটি উইকেট নিয়েছেন রাবেয়া খান।

ইংল্যান্ডের পক্ষে ব্যাট হাতে নেমে দুই ওপেনার ভালো শুরু করেন। যদিও রানের স্রোত কিছুটা কম ছিল। দলের পক্ষে মাইয়া বুচিয়ার ও দানি ওয়াইট হজের রান ছিল দুই ডিজিটে বড় অবদান। বুচিয়ার ২৩ রানে ও দানি ওয়াইট ৪১ রানে ফিরেছেন রাবেয়া খান ও নাহিদা আক্তারের শিকার হয়।

ইংল্যান্ডের পক্ষে মিডল অর্ডার একেবারেই কার্যকরী কিছু করতে পারেনি। পরপর তিন ব্যাটার সিঙ্গেল ডিজিটেই বিদায় নিয়েছেন। বাংলাদেশি বোলাররা তখন উইকেট ভাগ করে নেয়ার উচ্ছ্বাসে ব্যস্ত।

শেষ পর্যন্ত দলীয় শতক পেরিয়ে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করতে পারে ইংলিশ মেয়েরা।

এ সম্পর্কিত আরও পড়ুন টি-টোয়েন্টি বিশ্বকাপ | বাংলাদেশ নারী দল