আর্কাইভ থেকে এশিয়া

উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রী বাসভবনেও হামলা

উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রী বাসভবনেও হামলা
ইমরানের খানের গ্রেপ্তারির ঘটনায় অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান। সেই অশান্তির আঁচ গিয়ে পৌঁছল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেও। ইমরানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার শাহবাজের লাহোরের বাড়িতে হামলা চালালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকেরা। যদিও সেই সময় শহবাজ এবং তার পরিবারের সদস্যেরা ঘরে ছিলেন না। লাহোর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে পিটিআই-এর ৫ শতাধিক কর্মী-সমর্থক প্রধানমন্ত্রীর মডেল টাউনের বাসভবনের সামনে পৌঁছে ইমরানের মুক্তির দাবিতে স্লোগান দেয়া শুরু করেন। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন তারা। ইমরানপন্থীরা প্রধানমন্ত্রীর বাড়ির ভেতরে একাধিক পেট্রোল বোমা ছোঁড়েন। এক পুলিশ অফিসার জানান, হামলার সময় শাহবাজের বাড়িতে শুধু নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন। উত্তেজিত পিটিআই কর্মী-সমর্থকেরা লাহোরের একটি পুলিশ পোস্টে আগুন ধরিয়ে দেন। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর আগে পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএল-এন সচিবালয়েও হামলা চালান বিক্ষুব্ধরা। সেখানেও তাঁরা আগুন লাগিয়ে দেন। তবে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। পুলিশ সূত্রে খবর, গত দু’দিনে মোট ১৪টি সরকারি ভবন এবং ২১ টি পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার ইমরানকে আট দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এতেই বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ইমরান খানের দল পিটিআইয়ের নেতা–কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে। দেশটি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সহিংসতায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। পিটিআই দাবি করেছে, দুদিনের বিক্ষোভে ৪৭ জন প্রাণ হারিয়েছেন। আহত প্রায় তিনশত। আটক করা হয়েছে ১৯শতাধিক বিক্ষোভকারীকে।

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তাল | পাকিস্তান | প্রধানমন্ত্রী | বাসভবনেও | হামলা