আর্কাইভ থেকে ক্রিকেট

যে কারণে নো বলে রান না পেয়ে মুশফিক ফিরে পেলেন স্ট্রাইক

যে কারণে নো বলে রান না পেয়ে মুশফিক ফিরে পেলেন স্ট্রাইক
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওভারটি ছিল শ্বাসরুদ্ধকর। ৬ বলে ৫ রান দরকার এমন সময় মার্ক এডেয়ারের প্রথম দুই বলেই রান নিতে ব্যর্থ হন মুশফিক। ৪ বলে ৫ রান দরকার এমন সমীকরণে ওভারের তৃতীয় বলটি ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে তালুবন্ধি হন মুশফিক। এসময় শরিফুল ইসমালে সঙ্গে দৌড়ে এক রানও নেন তিনি। তবে ঐ বলটি ছিল নো বল। প্রথমে ফিল্ড আম্পায়ার  সরাসরি নো বল না দিলেও টিভি আম্পায় যাচাই বাচাই করে দেখেন বলটি মুশফিকের কোমরের উপরে ছিল। তাই টিভি আম্পায়ারের নির্দেশে ফিল্ড আম্পায়র বলটি নো হিসেবে ঘোষণা করেন। কিন্তু দৌড়ে প্রান্ত বদল করার পরও রান পায়নি মুশফিক। আবার স্ট্রাইক দেওয়া হয় মুশফিককে এবং তিনি ফ্রী হিট বলটি খেলার সুযোগ পান। কেন হলো এরকম! নিয়ম কি বলে? ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা এমসিসির মতে, একটি বল ডেড ঘোষণা করা হবে যখন বলটি উইকেটরক্ষক বা বোলারের হাতে যাবে অথবা বাউন্ডারি হবে। ব্যাটার বরখাস্ত বা আউট হওয়ার মতো ঘটনা ঘটলেও বলটি ডেড হবে। মুশফিকের হাঁকানো বল যখন ক্যাচ নিয়েছিলেন ফিল্ডার তখন ক্রিজের অপরপ্রান্তে পৌছাননি মুশফিক। আর আম্পায়রও তখন নো বল ঘোষণা না করায় ততক্ষণ পর্যন্ত আউট ছিলেন তিনি। তাই ব্যাটার আউট হওয়ার মতো ঘটনা ঘটায় বলটি সেখানেই ডেড হয়েছে। আর এ কারণে পরবর্তীতে আম্পায় নো বল ঘোষণা করায় আবার স্ট্রাইক পেয়ে যান মুশফিক এবং পান ফ্রী হিট খেলার সুযোগ।  সেই বলেই দুর্দান্ত এক স্কুপে বল পাঠিয়ে দেন বাউন্ডারির ওপারের। বাংলাদেশ মাতে জয়ের উল্লাসে।

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | নো | বলে | রান | পেয়ে | মুশফিক | ফিরে | পেলেন | স্ট্রাইক