আর্কাইভ থেকে এশিয়া

সেনাপ্রধানের নির্দেশেই গ্রেপ্তারি, বিস্ফোরক আরও তথ্য দিলেন ইমরান খান

সেনাপ্রধানের নির্দেশেই গ্রেপ্তারি, বিস্ফোরক আরও তথ্য দিলেন ইমরান খান
নিজের গ্রেপ্তারির জন্য সরাসরি পাক সেনাপ্রধানকে দুষলেন ইমরান খান। তিনি দাবি করেন, এই গ্রেপ্তারি নিরাপত্তা সংস্থার নির্দেশে নয়, সরাসরি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নির্দেশে তাকে( ইমরান খান) অপহরণ করা হয়েছিল। খবর বিবিসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় পাক সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে ইমরান খান বলেন, নিরাপত্তা সংস্থা নয়, আমাকে অপহরণের পিছনে রয়েছে এক ব্যক্তি, পাকিস্তানের সেনাপ্রধান। যা হয়েছে তাতে পাক সেনার ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু কেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন সেনাপ্রধান? গ্রেপ্তারির পিছনে মুনিরের মোটিভ আছে জানিয়েছেন খোদ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুনির (সেনাপ্রধান) দুশ্চিন্তায় ভুগছে, যে আমি আবার ক্ষমতায় এলে ওকে পদ থেকে সরিয়ে দেবো। গ্রেপ্তারির নির্দেশ সরাসরি তার কাছ থেকেই এসেছিল। এরপরই ইমরান খান হুঁশিয়ারি দিয়ে জানান, আমি জিতে এলেই ও জেলে যাবে। পদ থেকে সরতে হবে ওকে। উল্লেখ্য, গেলো মঙ্গলবার পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (PTI)দলের প্রধান ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। কার্যত টেনেহিঁচড়ে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে (ইমরান খান) নিয়ে যাওয়া হয়। তারপরই আগুন জ্বলে উঠে পাকিস্তানে। গেলো বৃহস্পতিবারই সাবেক  প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারিকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবারই ইসলামাবাদ হাই কোর্টে হিংসায় উস্কানি মামলায় জামিন পান তিনি। আগামী (২৩ মে) পর্যন্ত জামিনের মেয়াদ। ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২১টি মামলা ঝুলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সেনাপ্রধানের | নির্দেশেই | গ্রেপ্তারি | বিস্ফোরক | আরও | তথ্য | দিলেন | ইমরান | খান