সম্প্রতি বলিউড তারকা সালমান খান তার ভক্তদের একটি সতর্ক বার্তা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার নাম ব্যবহার করে কিছু প্রতারক ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কনসার্ট বা অনুষ্ঠান করবে বলে টাকা নিচ্ছে। কিন্তু এ ধরণের কোন আয়োজনের সাথে সালমান যুক্ত নন। প্রতারকরা তার মিথ্যা আমেরিকা সফরের বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে বলে জানান এই বলিউড অভিনেতা।
সোমবার ( ১৬ সেপ্টেম্বর) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বলিউড ভাইজান সবাইকে জানিয়েছেন, এসব বিজ্ঞাপন বা ইমেইল বিশ্বাস না করার জন্য। এছাড়া, যাদের বিরুদ্ধে তাঁর নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে লেখেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে সালমান খান অথবা তাঁর কোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কোনো কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করছে না। যদি কেউ দাবি করেন যে সালমান খান পারফরম্যান্স করবেন তা সম্পূর্ণ মিথ্যা। এসব ইমেইল, বার্তা, বা বিজ্ঞাপন বিশ্বাস করবেন না। প্রতারণামূলকভাবে নাম ব্যবহার করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেডএস/