আর্কাইভ থেকে দেশজুড়ে

বাঁশখালীতে বুনো হাতির মৃত্যু

বাঁশখালীতে বুনো হাতির মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, লটমনি পাহাড় এলাকায় মঙ্গলবার একটি হাতি মারা যায়। আমরা ধারণা করছি দুষ্কৃতকারীরা হাতিটিকে হত্যা করেছে। বুধবার হাতিটির ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

তিনি বলেন, হাতিটি মধ্য বয়স্ক। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি জিডি করা হয়েছে। ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে।

উল্লেখ্য, ১২ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল এলাকায় একটি বুনো হাতির মৃত্যু হয়। এর আগে গত ৬ নভেম্বর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মইত্তাতলী বিলের ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারদিক কৃষকরা বিদ্যুতের তার রেখেছিলেন। ওই তারে জড়িয়ে মারা যায় হাতিটি। 

এ সম্পর্কিত আরও পড়ুন বাঁশখালীতে | বুনো | হাতির | মৃত্যু