আর্কাইভ থেকে দেশজুড়ে

বেলুনে গ্যাস ভর্তির সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

বেলুনে গ্যাস ভর্তির সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলুনে গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। 

শনিবার (২৭ ফেব্রুয়ারী) তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রহিমের ভাড়া দেয়া দোকান ঘরে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে এক দোকান ঘর ভাড়া নিয়ে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ৬ জন ব্যক্তি বেলুনে গ্যাস ভর্তি করে বিভিন্ন বাজারে বিক্রি করত। বেলুনে গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বিকট শব্দে ওই এলাকা প্রকম্পিত হয়ে উঠে। বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে জরো হয়। তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেছে। 

আহতরা হলেন ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল গ্রামের ইউনুস আলী (৩০), রাত নগর গ্রামের আঃ খালেক এর ছেলে হাফিজ (৩৫), রাতনগর গ্রামের আঃ গফুরের ছেলে কবিরুল (৩০), রাণীশংকৈল গ্রামের বাবুলের ছেলে সাব্বির (১৮) ও তেঁতুলিয়া গ্রামের আঃ রহমানের ছেলে ফয়সাল (১৬)। 

আহতদের মধ্যে ইউনুস আলীর ডান পায়ের উরু বিচ্ছিন্নসহ শরীর আগুনে ঝলসে গেছে। এছাড়া সাব্বির ও  হাফিজের  চোখে গুরুতর আঘাত পেয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইয়াসার হাবীব জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাটি দূর্ঘটনা না নাশকতা  তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বেলুনে | গ্যাস | ভর্তির | সময় | সিলিন্ডার | বিস্ফোরণ | আহত | ৬