আল-তাইয়ের বিপক্ষে খেলার আগে সৌদি প্রো লিগে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে হেরেছে আল নাসর, ড্রও করেছে এক ম্যাচে। তাই লিগ শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছিল একরকম।
তবে শেষ সময়ে এসে আবার জমে উঠেছে সৌদি প্রো লিগে শিরোপা লড়াই। আল-ইত্তিহাদের পয়েন্ট হারানোর রাতে জয় পেয়েছে আল নাসর। ফলে কমে এসেছে পয়েন্ট ব্যবধান।
গতকাল মঙ্গলাবার রাতে প্রো লিগের ম্যাচে আল তাইয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর।প্রথমার্ধের গোল শূন্য থাকার পর ৫২তম মিনিটে পেনাল্টি থেকে সফল স্পট কিকে দলকে প্রথম লিড এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপর ৮০তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করনে ব্রাজিলিয়ান ফুটবলার আন্দেরসন তালিসকা।
দিনের অন্য ম্যাচে শীর্ষে থাকা আল-ইত্তিহাদ ২-২ গোলে ড্র করেছে আল হিলালের বিপক্ষে। ড্রয়ের ফলে আল নাসরের থেকে শুধু ৩ পয়েন্ট এগিয়ে থাকলো দলটি। ২৭ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৬০ পয়েন্ট আল নাসরের।