আর্কাইভ থেকে দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিনব বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিনব বৈঠক
এক অভিনব বৈঠক আয়োজন করে তাক লাগিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ। বৈঠকটির মূল আকর্ষণ ছিলো কামারদের দেশীয় অস্ত্র তৈরি করতে নিষেধ করা। শনিবার (৭মে) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশ এ অভূতপূর্ব বৈঠক আয়োজন করে। উপজেলার পঞ্চাশজনের বেশি কামার ও বাঁশ বিক্রেতার সঙ্গে নাসিরনগর থানা পুলিশ বৈঠক করে। এমনকি বাঁশ ব্যবসায়ীদের সতর্ক করা হয় দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহার হতে পারে এমন কারো কাছে যেন তারা বাঁশ বিক্রি না করেন। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি শাখাওয়াত হোসেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ‘সংঘর্ষ প্রবণ’ এলাকার মানুষ যেন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে না পড়তে পারে, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। এসপি শাখাওয়াত হোসেন আরও বলেন, স্থানীয় কামারদের দেশীয় অস্ত্র তৈরিতে ‘নিরুৎসাহিত করার জন্য সচেততামূলক’ পদক্ষেপ হিসেবে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।নাসিরনগর ছাড়াও জেলার অন্যান্য এলাকাতেও পুলিশের এই কার্যক্রম চলছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান বাঁশ, লোহা ব্যবহার করে যেন স্থানীয়রা দেশীয় অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করতে বাঁশ ব্যবসায়ী আর কামারদের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ।কেউ দেশীয় অস্ত্র তৈরি করার জন্য কামারদের অর্ডার দিলে তা যেন পুলিশকে জানানো হয়, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে বার্তা দেয়া হয়েছে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হওয়ার প্রবণতা রয়েছে আর খুব দ্রুত তা সংঘবদ্ধ সংঘাতে রূপ নেয়। এরকম ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। গেলো দুই সপ্তাহ ধরে নাসিরনগর উপজেলার প্রায় ২৫টি গ্রামে অভিযান চালিয়ে তিন হাজারের বেশি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় | পুলিশের | অভিনব | বৈঠক