আর্কাইভ থেকে ক্রিকেট

চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ন বুথ

চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ন বুথ
চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট দলের অধিনায়ক ব্রায়ান বুথ। তিনি ছিলেন অজিদের ৩১তম পুরুষ টেস্ট দলের অধিনায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই ক্রিকেট তারকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। নিক হকলি জানিয়েছেন, ব্রায়নকে ক্রিকেট এবং এর বাইরেও অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত করা হয়েছিল। আমরা তার স্ত্রী জুডি, পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। তার একটি অসাধারণ জীবন ছিল। দুঃখজনকভাবে আমরা তা মিস করব। ক্রিকেটে তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সর্বদা স্মরণ করা হবে। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৬১ সালে তার অভিষেক হয়েছিল বুথের। এর আগে, ১৯৫৬ সাল পর্যন্ত মেলবোর্ন অলিম্পিকে অজিদের প্রতিনিধিত্ব করার কীর্তি আছে তার। অজিদের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে খেলেছেন বুথ। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর টেস্টে করেছে ১ হাজার ৭৭৩ রান। ক্রিকেটে বিশেষ অবদানের কারণে তাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য করা হয়। এরপর ১৯৮২ সালে ‘এমবিই’ ও ২০১৪ সালে তাকে এনএসডব্লিউ ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত হয় তাঁর নাম।  

এ সম্পর্কিত আরও পড়ুন চলে | গেলেন | অস্ট্রেলিয়ার | সাবেক | টেস্ট | অধিনায়ক | ব্রায়ন | বুথ