আর্কাইভ থেকে অপরাধ

শরণার্থী শিবিরে অস্ত্রসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা

শরণার্থী শিবিরে অস্ত্রসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা

 

 

কক্সবাজারের টেকনাফ শরণার্থী শিবিরে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের নুর মোহাম্মদ ছেলে মো. তোহা (২৩) এবং টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মো. আবুল ফয়েজের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

 এপিবিএন জানায়, মধ্যে মো. তোহা চিহ্নিত সন্ত্রাসী। সে নিজের নামে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বাহিনী গড়ে তুলে নানা অপরাধ করে আসছিল।

পুলিশ সুপার তারিকুল জানান, মঙ্গলবার রাতে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় সশস্ত্র লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এসময় ৭/৮ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে ধাওয়া দিয়ে দুই জনকে আটক করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন শরণার্থী | শিবিরে | অস্ত্রসহ | গ্রেপ্তার | দুই | রোহিঙ্গা