আর্কাইভ থেকে জাতীয়

লোডশেডিং স্বাভাবিক হতে কত দিন লাগবে জানালেন মন্ত্রী

লোডশেডিং স্বাভাবিক হতে কত দিন লাগবে জানালেন মন্ত্রী
দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত ১ মাস। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার (২২ মে) ভোলায় সদ্যপ্রাপ্ত গ্যাস ক্ষেত্র নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে অন্তত ২ টিসিএফ গ্যাস মজুতের আশা করা হচ্ছে। যার বাজারমূল্য ২৬ হাজার কোটি টাকা। তিনি জানান, এ গ্যাসক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছি আমরা। পাইপলাইন নির্মাণ করে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দুই বছরের মধ্যে পাইপলাইন সম্পন্ন করতে চায় সরকার। পাইপলাইনে ভোলার গ্যাস সরবরাহ শুরু হতে লাগবে আরও তিন বছর। তিনি বলেন, যত শিল্প এলাকা হবে ভবিষ্যতে সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ভোলার গ্যাস দিয়ে মানুষকে কীভাবে সুবিধা দেয়া যায়, সেটা আমরা বিবেচনা করে দেখছি। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে। গত মার্চে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাটসংলগ্ন এলাকায় খননকাজ শুরু হয়। তিন হাজার ৪৭৫ মিটার গভীর পর্যন্ত খননকাজ শেষ হয় ২৪ এপ্রিল। এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে ধারণা করছে বাপেক্স।

এ সম্পর্কিত আরও পড়ুন লোডশেডিং | স্বাভাবিক | হতে | কত | দিন | লাগবে | জানালেন | মন্ত্রী