আর্কাইভ থেকে ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ম্যান সিটির ঘরে

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ম্যান সিটির ঘরে
ম্যানচেস্টার সিটি এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, ঠিক হয়ে গিয়েছিল শনিবার আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পরই। দাপট দেখিয়েও পা হড়কে যায় আর্সেনালের। মূলত তখনই চলতি আসরের শিরোপা ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু মাঠে থেকে শিরোপা উদযাপনের স্বাদটা সিটি পেলো রোববার রাতে। ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো পেপ গার্দিওলার দল। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেস। আর্সেনালের সেই হতাশার মাত্রা আরও বাড়িয়ে দেয় নটিংহ্যাম ফরেস্ট। শনিবার সফরকারী হয়ে মাঠে নেমে ১-০ গোলে হেরে যায় মাইকেল আর্তেতার দল। এতে তিন ম্যাচ হাতে রেখেই ম্যানসিটির শিরোপা নিশ্চিত হয়ে যায়। রোববার রাতে চ্যাম্পিয়নের বেশে মাঠে নেমে চেলসিকে হারিয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা উদযাপন করল পেপ গার্দিওয়ালার দল। ম্যাচ শেষে ম্যান সিটির হাতে তুলে দেওয়া হয় ট্রফি। কোচ গার্দিওলাকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন হালান্ড, ডি ব্রুইন, গ্রিলিশ, এডেরসনরা। ৩৬ ম্যাচে ২৮ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৮৮। ক্লাবটির সব মনোযোগ এখন জুনের দুটি ফাইনালে। আগামী ৩ জুন এফএ কাপের শিরোপা লড়াইয়ে তারা নামবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

এ সম্পর্কিত আরও পড়ুন ইংলিশ | প্রিমিয়ার | লিগ | শিরোপা | ম্যান | সিটির | ঘরে