আর্কাইভ থেকে ফুটবল

বর্ণবাদের শিকার হয়ে কত চোখের পানি ঝড়বে ভিনিসিয়াসের!

বর্ণবাদের শিকার হয়ে কত চোখের পানি ঝড়বে ভিনিসিয়াসের!
কিছুদিন আগে বর্ণবাদীদের টিকা টিপ্পনী থেকে ভিনিসিয়াস জুনিয়রকে রক্ষা করার দাবি তুলেছিলেন তাঁর সতীর্থ থিবো কোর্তায়া। কিন্তু কাজের কাজ কিছু হয়নি, উলটো ড্রিবল করতে গিয়ে ফাউলের শিকার হওয়া,প্ররোচিত করে হলুদ বা লাল কার্ড খাওয়ানো কিংবা বর্ণবাদী আক্রমণ সব কিছুই ঘটছে এই ব্রাজিলিয়ান তরুণের সঙ্গে। সাম্প্রতিক কিছু পরিসংখ্যান ও বিশ্লেষণে দেখা যায়, চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন এই রিয়েল মাদ্রিদ তারকা। এগুলো না হয়ে  মাঠের চ্যালেঞ্জ যা তাঁকেই সামলাতে হবে। কিন্তু গ্যালারির দর্শকদের থেকে ধেয়ে আসা বর্ণবাদী আচরণ, তাঁর কী হবে? রোববার লা লিগার ম্যাচে ভালেন্সিয়ার মাঠে  খেলা ৭০তম মিনিটে বাঁদিক থেকে বল নিয়ে ঢুকছিলেন ভিনিসিয়াস। গ্যালারি থেকে তখন কেউ একজন আরেকটি বল মাঠে ছুড়ে দেয়। ভালেন্সিয়া ডিফেন্ডার এরাই কুমার্ট সেটি মেরে বসেন ভিনির দিকেই। কুমার্টকে হলুদ কার্ড দেখিয়ে রিয়ালকে ফ্রি কিক দেন রেফারি। সেই ফ্রি কিক নেওয়ার প্রস্তুতির সময়ই হঠাৎ ভিনিকে দেখা যায় ভালেন্সিয়ার গোলবারের পিছনে গ্যালারির এক দর্শকের দিকে বেশ উত্তেজিতভাবে ছুটে যেতে। অনুমেয় ভাবে বলা যায় সেখান থেকে কিছু বলা হয়েছিল তাকে উদ্দেশে করে।  মাদ্রিদের আরও কয়েকজন ফুটবলার সেখানে ছুটে গিয়ে গ্যালারির দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন। ভিনিসিয়াস পরে ছুটে এসে রেফারিকেও দেখিয়ে দেন গ্যালারির সেই অংশের দর্শককে। এই খেলার শেষদিকে এসে আবার ভিনিসিয়াসের সঙ্গে ভালেন্সিয়ার ফুটবলারদের হাতাহাতি শুরু হয়। যার এক পর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছড়তে হয় ভিনিকে। ম্যাচ শেষে ভিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সমালোচনা করে ইনস্টাগ্রামে লিখেন, ‘এটা প্রথম,দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়।’ ‘ যে চ্যাম্পিয়নশিপ আগে রোনালদিনিও, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের দখলে ছিল, এখন এটা বর্ণবাদীদের দখলে। একটা সুন্দর জাতি (স্প্যানিশ) আমাকে স্বাগত জানিয়েছিল। যে জাতিকে আমি ভালোবাসি। কিন্তু (কিছু মানুষ) স্পেনকে বর্ণবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে।’   ভিনিসিয়াসের সঙ্গে এই ঘটার পর লা লিগা প্রধান হাভিয়ের তেবাস উল্টো ভিনিসিয়াসকে কাঠগড়ায় দাড় করিয়েছেন। লা লিগা সভাপতি অভিযোগ করেছেন,বর্ণবাদ বিষয়ে ভিনি তাঁদেরকে যথাযথ সহযোগিতা করেন না।   তবে ভিনিসিয়াসের পক্ষ নিয়েছে বিশ্বের অনেক ফুটবলার। নেইমার জুনিয়র , কিলিয়ান এমবাপ্পে, টনি ক্রস, করিম বেঞ্জেমা, আশরাফ হাকিমি, লুকা মদ্রিচ সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনির প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পূর্ণ সমর্থন জানিয়েছেন ভিনিসিয়াসের প্রতি। শুধু তাই নয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও  কথা বলেছেন ভিনিসিয়াসকে নিয়ে।    

এ সম্পর্কিত আরও পড়ুন বর্ণবাদের | শিকার | হয়ে | কত | চোখের | পানি | ঝড়বে | ভিনিসিয়াসের