সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা শেষে রাজধানীর সায়েন্সল্যাবসহ, ধানমন্ডি এলাকায় দলটির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুর ২ টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু করে পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে কর্মসূচি শেষ ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এসময় দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় সিটি কলেজের সামনে বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া পাশের পুলিশ বক্সে ভাঙচুর করা হয়।
পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসালম রবিসহ বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।