আর্কাইভ থেকে দেশজুড়ে

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী সব জায়গায় নিগৃহীত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী সব জায়গায় নিগৃহীত : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ও নিগৃহের স্বীকার ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী। গাড়িতে, বাসে এমনকি চোখ দিয়েও তাদের নিগৃহের শিকার হতে হয়। বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। আজ মঙ্গলবার (৩০ মে) সমাজে পিছিয়ে রাখা ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার এবং জীবনমান উন্নয়নে আমেরিকান দাতা সংস্থা ইউএসএআইডির নতুন প্রকল্প ‘সমতা’র রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি ময়মনসিংহে চেষ্টা করেছি তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে। কিন্তু তারা একত্র হতে চান না। আমি বন্ধুকে অনুরোধ করব তাদের কাউন্সেলিং করতে। আপনাদের সঙ্গে আমি কাজ করতে চাই। আপনারা মুক্তাগাছার মতো একটি মডেল উপজেলা বেছে নেন, যেখানে তারা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রান্সজেন্ডার | ও | হিজড়া | জনগোষ্ঠী | জায়গায় | নিগৃহীত | | সংস্কৃতি | প্রতিমন্ত্রী