রায়ানার সঙ্গে একই রকেটে মহাকাশে গিয়েছিলেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি, জন সেফনার ও নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। এদিকে পৃথিবীতে অবতরণের পর রায়ানাসহ বাকি তিন নভোচারীকে হেলিকপ্টারে করে প্রথম গন্তব্যে নিয়ে যাওয়া হয়। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, এ চারজনের পরবর্তী গন্তব্য হলো ক্যাপ ক্যানাভেরাল। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সেখানে বিমানে করে যাবেন তারা। সূত্র: আরব নিউজLIVE: After more than a week of science, outreach, and on-orbit activities, the all-private astronaut crew of #Ax2 is boarding their @SpaceX Dragon Freedom spacecraft to return to Earth. Hatch closure is scheduled for 9:10am ET (1310 UTC): https://t.co/z1RgZwQkWS pic.twitter.com/nLt0vTouhU
— NASA (@NASA) May 30, 2023