আর্কাইভ থেকে বাংলাদেশ

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০৮

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০৮

দ্বীপরাষ্ট্র ফিলিপাইন ঘূর্ণিঝড় টাইফুন রাইয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮ জনে। আহত হয়েছে ২৩৯ জন। নিখোঁজ রয়েছে ৫২ জন। খবর বিবিসি।

স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) ফিলিপাইনের জাতীয় পুলিশ বিভাগের বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়।

গেলো বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে শক্তিশালী টাইফুনে রাই। টাইফুনের তাণ্ডবের পর নিহতের সংখ্যা ১৩৭ জন বলে জানানো হয়েছিল। পরে তা আরও বেড়ে যায়।

টাইফুনে রাই এর প্রভাবে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। টাইফুনের পর দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

ফিলিপাইনের রেডক্রস বলছে, টাইফুন রাইয়ের আঘাতে উপকূলীয় এলাকা ‘পুরোপুরি লণ্ডভণ্ড’ হয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এই টাইফুনের তাণ্ডবে বাড়ি-ঘর, হাসপাতাল, স্কুল এবং কমউনিটি ভবন টুকরো টুকরো হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিপাইনে | ঘূর্ণিঝড়ে | নিহতের | সংখ্যা | বেড়ে | ২০৮