আর্কাইভ থেকে ফুটবল

ব্যারিস্টার সুমনসহ ১৭ জনকে আইনি নোটিশ দিলেন সালাউদ্দিন

ব্যারিস্টার সুমনসহ ১৭ জনকে আইনি নোটিশ দিলেন সালাউদ্দিন
আর্থিক অনিয়ম ও নানা অসঙ্গতির কারণে ফিফা কর্তৃক বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করার পর নানা ঘটনায় আলোচনায় আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়েও ব্যাপক সমালোচনা হয়। এসব ঘটনায় ব্যারিস্টার সুমনসহ মোট ১৭ ব্যক্তি-সংস্থাকে আইনি নোটিশ দিয়েছেন বাফুফে সভাপতি। নিষিদ্ধ বাফুফে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের হয়ে মামলা লড়া সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে ব্যারিস্টার সুমনসহ মোট ১৭ ব্যক্তি-সংস্থাকে আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিন। আইনি নোটিশ গ্রহীতাদের বৃহস্পতিবার ৮ জুন সকাল দশটার মধ্যে উত্তর প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে উত্তর প্রদান না করলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে লিগ্যাল নোটিশে। সুমন ছাড়াও বাফুফে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরিকেও এই আইনি নোটিশের আওতায় এনেছেন সালাউদ্দিন। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ এবং গণমাধ্যমে বক্তব্য প্রদান করা সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।  

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যারিস্টার | সুমনসহ | ১৭ | জনকে | আইনি | নোটিশ | দিলেন | সালাউদ্দিন