চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় দুইটি ভবন হেলে পড়েছে। আতঙ্কের মুখে ভবন দুটি থেকে বাসিন্দারা সরে গেছেন।
সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রাতে খাল খননের কাজ করার সময় ভবন দুটি হেলে পড়ে।
সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল জানান, মাঝিরঘাট এলাকায় স্বপন বাবু (তিন তলা) ও মনোরঞ্জন দাসের (দুই তলা) মালিকানাধীন আলাদা দুটি ভবন হেলে পড়েছে। ভবনগুলো কমপক্ষে ২ থেকে ৩ ফুট হেলে পড়েছে।
তিনি বলেন, পাশে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। সেখানের নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণেই হয়ত ভবনগুলো হেলে পেড়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হেলে পড়ার কারণে আশেপাশে বেশকিছু ঘরও ঝুঁকিতে পড়েছে। তাদেরও সরিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি। এছাড়া পাশের দুইটি মন্দিরও কিছুটা হেলে পড়েছে।