আর্কাইভ থেকে আইন-বিচার

মিরপুরে মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

মিরপুরে মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় না জানালেও দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মিরপুরে | মানবপাচারকারী | চক্রের | তিন | সদস্য | গ্রেফতার